জিন্দা পার্ক টি নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা গ্রামে অবস্থিত। দাউদপুর ইউনিয়নে অবস্থিত জিন্দা পার্ক দশর্মীয় স্থান হিসেবে দর্শকদের মন কারে । জিন্দা পাকে বিভিন্ন সময়ে ঢাকা থেকে ও ঢাকার বাইরে থেকে দর্শনার্থী এসে বিড় জমায়। এর সাথে সম্পিক্ত আছে জিন্দা গ্রাম ও তা আশে পাশের কিছু লোক জন। পুবার্চল উপশহরের পাশেএর অবস্থান।দাউদপুর ইউনিয়নের দর্শনীয় স্থানের মধ্যে জিন্দা পার্ক উলেস্নখ্য যোগ্য, ঢাকা থেকে দাউদপুর ইউনিয়নের জিন্দা পার্কে আসার যোগাযোগের মাধ্যম হলো ঢাকা থেকে বাস যোগে কাঁাচপুর ব্রীজ হয়ে ভূলতা গাওছিয়া হয়ে বাইপাস দিয়ে কাঞ্চন ব্রীজ হয়ে জিন্দা পার্কে আসা যায়, ঢাকা থেকে জিন্দা পার্কের দূরম্নত্ব ৩৭ কিঃ মিঃ, ভাড়া ১২০ টাকা অথবা ঢাকা হতে টঙ্গী মিরের বাজার হয়ে বাইপাস রাসত্মা দিয়ে জিন্দা পার্ক আসা যায়, টঙ্গী হতে জিন্দা পার্কের দূরম্নত্ব ২৮ কিঃ মিঃ , ভাড়া ৮০ টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS