দাউদপুর ইউনিয়ন পরিষদের কার্যাবলী।
০১। নাগরিকত্ব সনদ প্রদান।
০২। জন্ম-সনদ প্রদান।
০৪। মৃত্যু সনদ প্রদান।
০৩। ওয়ারিশ সনদ প্রদান।
০৪। ট্রেড লাইসেন্স প্রদান।
০৫। ট্যাক্স আদায়।
০৬। বিচার-শালিস নিষ্পত্তি।
০৭। বিভিন্ন প্রত্যায়ন পত্র প্রদান।
০৮। বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধাব ভাতা, রিলিফ, ভিজিএফ, ভিজিডি ও ত্রাণ সামগী্র বিতরণ করা হয়।
০৯। বিভিন্ন জনসেবা মূলক কাজ করা হয়।
১০। উন্নয়ন প্রকল্প বাসত্মবায়ন, যেমন:- কাবিখা, টি, আর, ৪০ দিনের কর্মসূচী,স্থাবর সম্পত্তি হসত্মামত্মর বাবদ ১% কর, এল,জি, এস, পি বরাদ্দ হইতে উন্নয়ন মূলক প্রকল্প বাসত্মবায়ন করা হয়, যথা-ইটা বিছানো, কার্পেটিং, সি, সি দ্বারা ঢালাই করন, ব্রিজ, কালবার্ট, স্যানিটেশন, আর, সি ,সি, পাইপ বসানো ইত্যাদি উন্নয়ন মূলক কাজ বাসত্মবায়ন করা হয়।
১১। ইউনিয়ন পরিষদের সাধারান সভা, ইউনিয়ন পরিষদের বিশেষ সভা ও ষ্টান্ডিং কমিটির সভা পরিচালনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস