Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাগত। এই অফিসটির অবস্থান দাউদপুর ইউনিয়নের খাস কামালকাটি গ্রামে। এই সেবা কেন্দ্রটি দাউদপুর ইউনিয়নের জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের অন্যতম কেন্দ্রবিন্দু। অফিস ভবনটি নিজতলায়। উক্ত ভবনে নিয়মিত চিকিৎসকগন অবস্থান করে নিয়মিত জনসাধারনকে সেবা প্রদান করে থাকেণ। সেবা নিন ভাল থাকুন।

 

দাউদপুর ইউনিয়ন পরিষদের পরিবার পরিকল্পনা।

 

ক। পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)ঃ

১. পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান।

২. খাবার বড়ি।

৩. জন্মনিরোধক ইনজেকশন।

৪. আইইউডি/কপারটি।

৫. ইমপ্লান্ট।

৬. ভ্যাসেকটমী।

৭. এনএসবি(পুরুষদের স্থায়ী পদ্ধতি।

৮. লাইগেশন/টিউবেকটমী (মহিলাদের স্থায়ী পদ্ধতি)।

৯. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া জটিলতার সেবা।       

 

খ মা ও শিশুসেবা(বিনামূল্যেপ্রদত্তসেবা)ঃ

১। গর্ভবতী সেবা।

২. প্রসব সেবা।

৩. গর্ভোত্তর সেবা।

৪. এম আর সেবা।

৫. নবজাতকের সেবা।

৬. ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা।

৭. প্রজননতন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা।

৮. ইপিআই সেবা।

৮. ভিটামিন এ ক্যাপসুল বিতরণ। মিসোপ্রেস্টাল টেবলেট বিতরণ।